বুধবারের আগে চালু হচ্ছে না বসুন্ধরা, ৫০ কোটি টাকার ক্ষতি
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বসুন্ধরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ।
২১ আগস্ট (রোববার) সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের তিনি বলেন, সি ব্লকের প্রায় ১০০ টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে প্রায় ৩০ কোটি টাকার পণ্য ছিল। পাশাপাশি দোকানগুলোর আসবাবপত্রের দাম প্রায় ২০ কোটি টাকা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ব্যবসা পুনরায় শুরু করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে বুধবারের আগে বসুন্ধরা মার্কেট চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সর সিকিউরিটি ইনচার্জ এম আই লতিফ হোসেন। তিনি বলেন, আগুনে পুড়ে মার্কেটের ভেতরে যে অবস্থা হয়েছে তাতে বুধবারের আগে কিছুতেই চালু করা সম্ভব হবে না।
লতিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিস, আমাদের কর্মকর্তা ও বিভিন্ন সংস্থা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কীভাবে এ ঘটনা ঘটল সেটি তদন্ত করা হবে। তদন্তের পর কী হবে সেটি এখন দেখার বিষয়। সবমিলিয়ে মার্কেট চালু করতে বুধবার পর্যন্ত সময় লাগবে।