জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের অধিকার ব্যাহতকারী জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন।

২১ আগস্ট (রবিবার) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধিদল নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে বঙ্গভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদেরকে একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি আশা প্রকাশ প্রকাশ করেন, সাধারণ জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে।

প্রতিনিধিদল কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার জনগণের সঙ্গে কমিশন মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে।’

প্রতিনিধিদলটি কমিশনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও তারা আরও কার্যকরভাবে কর্মকাণ্ড পরিচালনায় দিকনির্দেশনা কামনা করেন।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ