১১ জন জেলা ও ২ জন অতিরিক্ত জেলা জজকে বদলি

suprimসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ১১ জন জেলা জজ ও ২ জন অতিরিক্ত জেলা জজকে বদলি করেছে। এছাড়া ৮ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা জজ পদে এবং ৯ জন যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে।

মঙ্গলবার এব্যাপারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপন জারী করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা জজ ও সমপর্যায়ের বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব আমির হোসেনকে গাজীপুরের জেলা ও দায়রা জজ, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ফেরদৌস আহমেদকে প্রেষণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-সচিব, সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধাকে সিলেটের মহানগর দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালত নং-৭ এর বিশেষ জজ মনির আহমেদ পাটোয়ারীকে চট্টগ্রাম কাস্টমস হাউজের আইন উপদেষ্টা, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মোঃ শফিকুর রহমানকে প্রেষণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়াধীন আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদারকে যশোরের জেলা ও দায়রা জজ, নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোঃ আশরাফ হোসেনকে রাজশাহীর মহানগর দায়রা জজ, যশোরের জেলা ও দায়রা জজ মোঃ আজিজুল ইসলামকে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ, ফেনীর জেলা ও দায়রা জজ এ,কে,এম, আরিফুর রহমানকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-৩ এর সদস্য, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক দেওয়ান মোঃ সফিউল্লাহকে ফেনীর জেলা ও দায়রা জজ এবং ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-৩ এর সদস্য সৈয়দ এনায়েত হোসেনকে ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

এতে আরো জানানো হয়, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ফরিদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামানকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক, ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ বারেকুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৭ এর বিশেষ জজ, সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলামকে যশোরের বিশেষ জজ, গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, ছাইফুল ইসলামকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ,বি,এম, নিজামুল হককে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ এর বিচারক, মুন্সীগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগমকে কুমিল-ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমানকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে, এম, সামছুল আলমকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।

বদলিকৃত ০২জন অতিরিক্ত জেলা জজদের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমকে সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি, এম, মুসাকে বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

যুগ্ম-জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বরিশালের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবিরকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কিশোরগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামস্উদ্দিন খালেদকে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ হাসানুল ইসলামকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, গাইবান্ধার যুগ্ম-জেলা ও দায়রা জজ এস,এম, নাসিম রেজাকে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকার যুগ্ম-জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতিখার বিন আজিজকে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ, নড়াইলের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ মঈন উদ্দিনকে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলামকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নওগাঁর যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং টাঙ্গাইলের যুগ্ম-জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিনকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ