ইতালির শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ থেকে বেড়ে ২৮৭

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন। হতাহতের এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

২৩ আগস্ট (বুধবার) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই উদ্ধ‍ার তৎপরতা শুরু করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও অনেকেই। নিখোঁজ রয়েছেন বেশ কিছু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আমেত্রিকার আমব্রেইন শহরের মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভূমিকম্পে রোম শহরসহ বিভিন্ন এলাকার অনেক ভবন ২০ সেকেন্ডের মতো কাঁপতে থাকে বলে খবরে বলা হয়।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ