কোথায় আছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম!
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি হিসেবে পাকিস্তানে ৯টি ঠিকানা প্রকাশ করেছিল ভারত। তার মধ্যে ৬টি ঠিকানার অস্তিত্ব জাতিসংঘ কার্যত মেনে নিয়েছে বলেই দাবি দিল্লির।
১৯৯৩ সালের ভারতের মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদকে ২০০৩ সালের ৩ নভেম্বর ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। তখন থেকেই সে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় রয়েছে। এই তালিকা মাঝে মাঝেই সংশোধন করে নিষেধাজ্ঞা কমিটি।
ভারতের বরাবরই দাবি, পাকিস্তানে লুকিয়ে আছে দাউদ। যে দাবি আবার সব সময়েই অস্বীকার করে এসেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজকে দেওয়ার জন্য দাউদ নিয়ে একটি নতুন ডসিয়ার (কোনো ব্যক্তি সম্পর্কে তথ্যাদি) তৈরি করেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই তালিকাতেই থাকা তিনটি ঠিকানা অবশ্য ভুল বলে জানিয়েছে জাতিসংঘে নিষেধাজ্ঞা কমিটি। ওই তিনটি ঠিকানার একটি হল ইসলামাবাদের মারগাল্লা রোডে এফ-৬/২ স্ট্রিটে ৭ নম্বর বাড়ি। দিল্লির দাবি, এটি পাকিস্তানে দাউদের অন্যতম সম্পত্তি। নিষেধাজ্ঞা কমিটি জানিয়েছে, ওই বাড়িটি আসলে পাক রাষ্ট্রদূত মালিহা লোধির। করাচির ক্লিফটন ও ডিফেন্স হাউসিং এরিয়ার দু’টি বাড়িও দাউদের নয় বলেই জানিয়েছে তারা। বাকি ঠিকানাগুলি নিয়ে কমিটি কোন মন্তব্য না করার পরে দিল্লির সরকারি মহলের একটি অংশের দাবি, এই চুপ থাকার অর্থ বাকি ঠিকানাগুলি দাউদের বলেই মেনে নিয়েছে জাতিসংঘ।
এতদিন দাউদের জন্মস্থান হিসেবে জাতিসংঘরে নথিতে ছিল ‘বোম্বাই’-এর নাম। এই সংশোধনের পরে তা বদলে গিয়ে হয়েছে মহারাষ্ট্রের খেড় জেলার রত্নগিরি। মাফিয়া ডনের সঙ্গীসাথীর তালিকায় যোগ হয়েছে শেখ ফারুকি, বড়া শেঠ, বড়া ভাই, ইকবাল ভাই, মুচ্ছড় ও হাজি সাহেবের নাম।
পাকিস্তানি রাষ্ট্রদূতের বাড়িকে দাউদের সম্পত্তি হিসেবে চিহ্নিত করায় ভুল হয়ে থাকতে পারে বলেই মেনে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের। বাকি ঠিকানাগুলি সম্পর্কে সে কথা মানতে রাজি নন তারা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের দাবি, দাউদ প্রায়ই ঠিকানা বদলায়। ওই বাড়িগুলি এক সময়ে তার ছিল। পরে হাত
বদল হয়েছে।
কিন্তু এতে কি দাউদ সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের হাতে থাকা তথ্য নিয়ে প্রশ্ন উঠে গেল না? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘‘দাউদ এখন কোথায় আছে আমরা তা জানি।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা