অচলাবস্থার পাঁচ দিন পর নৌ ধর্মঘট প্রত্যাহার
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : টানা পাঁচ দিন অচলাবস্থার পর ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ শ্রমিকরা।
২৭ আগস্ট (শনিবার) রাতে রাজধানীর দৈনিক বাংলায় শ্রম ভবনে সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শ্রম পরিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব এসএম আশরাফুজ্জামান বলেন, ‘মালিকপক্ষ মজুরি বাড়ানোর আশ্বাস দেওয়ায় শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়েছেন’।
নৌ শ্রমিক সংগ্রাম ফেডারেশনের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী ও মালিকেরা আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন’। সব পক্ষই কিছুটা ছাড় দিয়েছে। তাতে সর্বোচ্চ ‘ক’ শ্রেণির সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৯৭৫০ টাকা, ‘গ’ শ্রেণির ৭৭৫০ টাকা। ‘খ’ শ্রেণির বেতন এখনো ঠিক করা হয়নি। তবে ‘ক’ ও ‘গ’ শ্রেণির মাঝামাঝি তা ঠিক করা হবে। এ সিদ্ধান্ত হওয়ার পর সব নৌপরিবহন চলাচলে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।
ত্রিপক্ষীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে সর্বসম্মতভাবে একটি শান্তিপূর্ণ সমাধান হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যা ১ জুলাই ২০১৬ থেকে কার্যকর করা হবে। নৌ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা।