চট্টগ্রাম বন্দরে ভারতের কোস্টগার্ডের দুই জাহাজ

চট্টগ্রাম ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা:  পাঁচদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতের কোস্টগার্ডের আনমল ও ভিশওয়াস্ট নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে নোঙ্গর করেছে।

২৯ আগস্ট (সোমবার) সকাল ১১টায় ভারতীয় জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে আসে ।

কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলামসহ উর্দ্ধতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত থেকে জাহাজ দুটির নাবিক ও ভারতের কোস্টগার্ড কর্মকর্তাদের স্বাগত জানান।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের পারষ্পরিক সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কমান্ডার শহীদুল ইসলাম।

সফরকালে জাহাজ দুটির নাবিক ও ভারতের কোস্টগার্ড কর্মকর্তারা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান, আগ্রাবাদের নৃতাত্ত্বিক জাদুঘর ও মুক্তিযুদ্বকালীন সমাধি পরিদর্শন করবেন।

এছাড়া চট্রগ্রাম কোস্টগার্ডের কর্মকর্তা ও নাবিকদের পাশাপাশি নৌ বাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব কর্মকর্তা, চট্রগ্রাম নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ ও চট্রগ্রাম এ্যাংকরেজ স্কুলের ছাত্র-ছাত্রীরা ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটি পরিদর্শনের সুযোগ পাবেন।

এদিকে ভারতীয় কোস্টগার্ড জাহাজের সম্মানে বানৌজা ঈসাখানে কমান্ড মেসে সাংস্কৃতিক সন্ধ্যা ও কোস্টগার্ড বেস চট্রগ্রামে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মৎস্য বন্দর সিজি বেস দু’দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ