আজ ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি’র

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।১৯৭৮ সালের এই দিনে রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল গঠন করেন।

বিএনপি প্রতিষ্ঠার আগে ‘জাগদল’ নামে আরেকটি দল গঠনের চেষ্টা করেছিলেন তিনি। বিএনপি গঠিত হলে জাগদল বিলুপ্ত হয়ে যায়া।দীর্ঘ ৩৭ বছরের সংঘাত-বিক্ষোভ, চড়াই-উৎরাইয়ের পথ-পরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।

১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যগরিষ্ঠতা  লাভ করে। এ দলের নেতাকর্মীরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর একটি বিপথগামী দলের হামলায় জিয়াউর রহমান নিহত হন। বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। তিনবার প্রধানমন্ত্রী হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। পাঁচ বছরের দায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া।

কিন্তু ওয়ান-ইলেভেনের পট-পরিবর্তনের পর বিএনপিকে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে নিক্ষিপ্ত হন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান।

২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পেলেও চিকিৎসার জন্য যুক্তরাজ্য চলে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। অন্যদিকে, ৯ম জাতীয় নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দেওয়ায় নির্বাচন বর্জন করে দলটি।

বর্তমানে সংসদের বাইরে থাকা বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও একাধিক মামলার আসামি। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ ৩৮তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে বিএনপি। নানান চড়াই-উৎরাই পার করে ৩৮ বছরে পা রাখায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী।

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেয়া এক বাণীতে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের ক্ষমতায়নে ভূমিকা পালন করার জন্য এদিন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে জাতীয় ঐক্যের রাজনীতির যে সূচনা তিনি করেছিলেন- তা বাকশালীয় একদলীয় রাজনীতি-উত্তর সমাজ ও রাষ্ট্রে জনগণের কাছে সমাদৃত হয়েছে। তাই এদেশের জনগণ বার বার এ দলকে রাষ্ট্র ও সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে বিএনপি সর্বদা জনগণের রাজনৈতিক দল হিসেবে সকল জাতীয়-রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা এবং রাজনৈতিক বৈরী পরিবেশেও দেশের গণতন্ত্র যতবার বিপন্ন হয়েছে বা গণতন্ত্রের প্রতি আঘাত এসেছে- বিএনপি সব সময় জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরশাসন- গণতন্ত্রবিরোধী অপশক্তির চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দেশ ও জনগণের সেবায় বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ইতিবাচক ভূমিকা রাখবে ইন্শাআল্লাহ।

খালেদা জিয়া বলেন, ‘আজ দেশে গণতন্ত্র বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্বও হুমকির মুখে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে।

কর্মসূচি: বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এ ছাড়া একই দিন বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার ও লিফলেট প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী বিএনপির সব ইউনিটে ভোর ৬টায় দলীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে।

 

 

 

সূত্র : যমুনা নিউজ

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ