গুলশান হামলায় ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল আদনানির

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : সিরিয়ার আলেপ্পোয় নিহত ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা ও প্রধান মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি গুলশানের ক্যাফেতে হামলায় ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ দাবি করেছেন।

আদনানি গতকাল সিরিয়ার আলেপ্পোতে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষাবিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, গত জুলাইয়ে ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছিলেন এই আদনানি।

আদনানিকে বিদেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোয় হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, ‘আদনানি কেবল আইএসের মুখপাত্র ছিলেন না, তিনি এর থেকেও অনেক বড় দায়িত্বে ছিলেন। গত কয়েক বছরে প্যারিস হামলা, ব্রাসেলসে হামলা, বাংলাদেশের গুলশানে হামলা, তুরস্কের ইস্তাম্বুলে জঙ্গি হামলা, আঙ্কারায় সমাবেশে হামলা এবং মিসরের সিনাই এলাকায় রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদনানি।’

গত মঙ্গলবার আলেপ্পোয় আদনানিকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে পেন্টাগন। এতে তার মৃত্যু হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, তারা এখনো হামলার ফলাফল মূল্যায়ন করছেন। তবে আদনানির মৃত্যু নিশ্চিত করেছে আইএসের নিজস্ব বার্তা সংস্থা আমাক। আলেপ্পোতে আদনানি নিহত হওয়ার খবর নিশ্চিত করে মঙ্গলবার একটি শোক বার্তা প্রকাশ করে আইএস।

পিটার কুক বলেন, যুক্তরাষ্ট্র, এর সহযোগী ও অংশীদার দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইএসের নেতাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ২০১৪ সালের সেপ্টেম্বরে আদনানিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছিল। তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

১৯৭৭ সালে সিরিয়ায় জন্মগ্রহণ করা আদনানিকে আইএসের অন্যতম স্বীকৃত নেতা ভাবা হয়ে থাকে। ধারণা করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের প্রচারণা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের অন্যতম কুশীলব তিনি। জঙ্গি তৎপরতায় তার হাতেখড়ি ইরাকে আল-কায়েদা নেতা আবু মুসাব আল-জারকাবির মাধ্যমে। সেখানে তিনি আল-কায়েদার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

এদিকে আদনানি ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছিলেন বলে পেন্টাগনের দেওয়া তথ্যের ব্যাপারে ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘গুলশান হামলায় আদনানির কোনো যোগসূত্র আছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হলে পেন্টাগনের ওই তথ্য যাচাই–বাছাই করা হবে।’

আদনানির মৃত্যুকে আইএসের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বর্ণনা করছেন বিশেষজ্ঞরা। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এমন বিশেষজ্ঞ আইমেন জাওয়াদ তামিমি বলেন, আদনানির মৃত্যু বড় ঘটনা। এটা আইএসের বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। আইএস অবশ্য আদনানির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ