৩০ নভেম্বর পর্যন্ত চলবে রিটার্ন জমা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় শুরু হয়ে গেছে। জরিমানা ছাড়া কর দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এরই মধ‌্যে আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

২০১৬-২০১৭ অর্থবছরের ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

নির্দেশিকায় সহজভাবে রিটার্ন দাখিলের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রয়েছে।

আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এতোদিন ৩০ সেপ্টেম্বর ছিল আয়কর বিবরণী জমা দেওয়র শেষ দিন। কিন্তু প্রতিবারই এ সময় দুই-তিন দফায় বাড়ানো হতো।

এবার বাজেটে এই সময়সীমা ৩০ নভেম্বর শেষ হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এদিন কর দিবস পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

করহার

গতবারের মতো এবারও (২০১৬-১৭ অর্থবছর) কোনো করদাতার বার্ষিক আয় আড়াই লাখ টাকার বেশি হলে কর দিতে হবে।

আর নারী এবং ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা। করদাতা প্রতিবন্ধী হলে তাঁকে পৌনে চার লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের কর ছাড় দেওয়া হয়েছে।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা সোয়া চার লাখ টাকা। এ ছাড়া সন্তান প্রতিবন্ধী হলে পিতামাতা ও আইনানুগ অভিভাবক করদাতা হলে বার্ষিক আয়ে আরো ২৫ হাজার টাকা করমুক্ত সুবিধা পাবেন।

করমুক্ত সীমার বেশি আয় হলে বিভিন্ন হারে কর দিতে হবে। করমুক্ত আয়সীমার পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ হারে; পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ; পরবর্তী ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ; পরবর্তী ৩০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ হারে কর দিতে হবে।

এ ছাড়া কোনো ব্যক্তির মোট আয় যদি সাড়ে ৪৭ লাখ টাকার বেশি হয়; তবে বাকি টাকার জন্য ৩০ শতাংশ হারে কর বসবে।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতার জন্য ন্যূনতম কর ৫ হাজার টাকা। অন্য সিটি এলাকার জন্য ৪ হাজার টাকা। আর এর বাইরের এলাকার জন্য ৩ হাজার টাকা।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ