গার্দিওলাকে নিয়ে ভিলানোভার অভিমান
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে বর্তমান কোচ টিটো ভিলানোভার অনেক দিনের বন্ধুত্ব। কিন্তু অসুস্থতার সময়ে গার্দিওলার ‘আচরণ’ নিয়ে ভিলানোভার কণ্ঠে অভিমানের সুর।
গত বছরের শেষদিকে ক্যান্সারের চিকিৎসার জন্যে নিউ ইয়র্কে ছিলেন ভিলানোভা। সে সময়ে নিউ ইয়র্কেই থাকা গার্দিওলা তাকে দুবার দেখতে গিয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর একবারও দেখা করতে যাননি। তার তাই ভিলানোভা হতাশ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্সার কোচ বলেন, “নিউ ইয়র্কে থাকার সময়ে পেপ (গার্দিওলা) আমাকে দুদিন দেখতে গিয়েছিল। সে আমার বন্ধু। তাই (জীবনের কঠিন সময়ে) তাকে পাশে পাওয়া আমার জন্য অনেক বেশি জরুরি ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর সেরে ওঠার দুই মাস সময়ের মধ্যে সে একবারও আমাকে দেখতে যায়নি। আমি তার কাছে আরো বেশি কিছু আশা করেছিলাম।”
এদিকে মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাসের ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভিলানোভা। ফ্যাব্রেগাসকে দলে টানতে ম্যান ইউ বার্সাকে তিন কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে।
এ প্রসঙ্গে ভিলানোভা বলেন, “আমি তার সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে এখানেই (বার্সেলোনায়) থাকতে চায়। সেস অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা বিবেচনাই করছে না। সে জানে এখানে লড়াই কতটা তীব্র। তাই তার স্বপ্ন এখানেই সফল হওয়া।”