হজ পালনে সৌদি আরবে বেগম জিয়া

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : পবিএ হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পর সৌদি-আরবে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৫০মিনিটে বেগম জিয়াকে বহনকারী সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।

পবিত্র হজ পালন শেষে ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে জেদ্দা বিমান বন্দরে পৌঁছালে বেগম জিয়াকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, সৌদি-আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবসহ দেশটির বিএনপির সিনিয়র নেতারা।

এসময় বিমান বন্দরের বাহিরের বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের দেখা গেছে।

জানা যায়, হজ পালনের পাশাপাশি খালেদা জিয়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের রাজকীয় মেহমান হিসেবে আতিথ্য ও গ্রহণ করবেন।

মালয়েশিয়া থেকে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও খালেদা জিয়ার সঙ্গে সৌদি আরবে যোগ দিচ্ছেন। তবে পরীক্ষা থাকায় তার মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান শর্মিলা রহমানের সঙ্গে যেতে পারেননি। আর হজ করতে আগেই সৌদি আরব পৌঁছেছেন তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহীনা খান ও মেয়ের জামাই সৈয়দ শফিউজ্জামান। তারাও সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে একত্রিত হবেন বলে জানা গেছে।

পবিএ হজ পালনে  বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, তার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।

এদিকে, নামপ্রকাশে অনিচ্ছুক পশ্চিমাঞ্চল বিএনপির একটি সূত্র জানায়, ০৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে এমিরেটসের একটি ফ্লাইটে সৌদি-আরব আসবেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার  ।

হজ পালনের পাশাপাশি মা-ছেলের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত করণীয় সম্পর্কেও আলোচনা হওয়ার কথা রয়েছে জানিয়েছে

এর আগে  বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমান বন্দরের উদ্দেশে রওনা করেন বেগম জিয়া। বিকেল ৩টা ৫০ মিনিটে বিমান বন্দরে এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, ডাঃ জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ