জাতিসংঘের তীব্র নিন্দার পর আবারো পারমাণবিক পরীক্ষা উত্তর কোরিয়ার

এস. এম জিহাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক সংবাদ বিবৃতিতে উত্তর কোরিয়া’র সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানানোর পর আবারো পঞ্চম বারের মত পারমাণবিক পরীক্ষার ফলে দেশটিতে পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ।

গত মঙ্গলবার বিকেলে নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এই বিবৃতি গ্রহণ করে তা প্রকাশ করে। এর আগে প্রায় এক ঘণ্টাব্যাপী জরুরি অধিবেশনে সদস্যরা উত্তর কোরিয়া’র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে আলোচনা করে। এর আগের দিন উত্তর কোরিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।

বিবৃতিতে সবক’টি সদস্য দেশকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাদের প্রচেষ্টা কয়েকগুণ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।

তারপরও উওর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। যার ফলেই পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কোনো প্রাকৃতিক ভূমিকম্প নয় বলে ধারণা করা হচ্ছে। এ ভূকম্পন দেশটির পঞ্চম বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

যে এলাকায় ওই ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিফতর বলছে, সেটি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ক্ষেত্র।

যদিও দেশটির বিরুদ্ধে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে নিরাপত্তা পরিষদ গত ২৭শে আগষ্ট একই ধরনের আরেকটি বিবৃতি প্রকাশ করে। সর্বশেষ বিবৃতিটি বৈঠকের মাত্র তিন ঘণ্টা পর প্রকাশিত হল যা গত বিবৃতিটির ক্ষেত্রে ঘটেনি। এর ফলে দৃশ্যতঃ এটাই প্রতীয়মান হচ্ছে যে, জাতিসংঘের প্রস্তাব অস্বীকার করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা দেশটির বিরুদ্ধে পরিষদের ধৈর্যচ্যুতি ঘটিয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ