কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ২৬
গাজীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা: গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
১০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৬টার দিকে ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৯ জনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঁচজনের লাশ রাখা হয়েছে।
ঢাকা মেডিকেলের পাঁচজনের মধ্যে চারজন হলেন- ওহেদুজ্জামান (৪০), অজ্ঞাত নারী (৩০), দেলোয়ার হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (২৫)।
আর টঙ্গী ৫০ শয্যা হাসপাতালে সুলায়মান (৩০), ইদ্রিস (৪০), আবদুল হান্নান (৬৫), আল মামুন (৪০), শঙ্কর সরকার (২৫), জাহাঙ্গীর আলম (৫০), সুভাস চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৭), আনোয়ার (৪০), প্রকৌশলী আনিসুর রহমান (৪০), রাজেশ (২২), রাশেদ (২৮) ও মাইনুদ্দিনের (৩২) লাশ রয়েছে। বাকি লাশের পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে পাঁচতলা ভবন পুরোটা ধসে গেছে। এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।
এদিকে খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিদর্শন করেন।
আখতারুজ্জামান আরও জানান, ঢাকা, সাভার, ইপিজেড, সদর দফতর, টঙ্গি, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।