ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৭৩.৬৬
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরোনো সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
১০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এ সময় বলেন, ইতিমধ্যে ফল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত পরীক্ষায় মোট ১ লাখ ৬৯ হাজার ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ২৪ হাজার ৫৩৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৮ হাজার ৩৫০ জন বিএ, ৫৫ হাজার ৯৫৯ জন বিএসএস, ২৮ হাজার ৪৮ জন বিবিএস ও ২ হাজার ১৭৯ জন বিএসসির শাখার পরীক্ষার্থী। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশিত হয়েছে।
কলেজওয়ারি ফল www. nu. edu. bd ও www. nubd. info ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu deg reg no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।