২৭ ঘণ্টায় নিভল আগুন, ক্ষতিপূরণের আশ্বাস আমুর
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস নামের কারখানার আগুন ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে ২৭ ঘন্টায় নিয়ন্ত্রণে আনতে পারেছে আগুন।
১১ সেপ্টেম্বর (রোববার) ট্যাম্পাকো ফয়েলস পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সকল প্রকার তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেছেন, নিহত ও আহতদের যথাযথ তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।
মন্ত্রী আরো জানিয়েছেন, ব্রয়লার কারখানার গ্যাস পাইপ লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোর ৬টায় ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গীর ওই কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৫ জন।