কানাডায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত সময় অতিবাহিত

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কানাডায় পৌঁছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বও (শনিবার) ব্যস্ত সময় অতিবাহিত  করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী লন্ডন হয়ে এয়ার কানাডার একটি ফ্লাইটে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার পর মন্ট্রিলের পিয়েরে ইলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অটোয়ায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর পর শুক্রবার ও শনিবার প্রধানমন্ত্রী কানাডায় ব্যস্ত সময় অতিবাহিত করেন।

১২ দিনের এই সরকারি সফরে মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে বুধবার সকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর লন্ডনে ২২ ঘণ্টা যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী।

এবিসিনিউজবিডি/১৭ সেপ্টেম্বর ২০১৬

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ