বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু’টির জন্য ১৩ সদস্যের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলে চমক হয়ে ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। এ ছাড়া নতুনদের মধ্যে দলে ডাক পেয়েছেন মোসদ্দেক হোসেন।

শফিউল দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৪ সালের নভেম্বরে। আলোচনায় থাকা মেহেদি হাসান মিরাজকে দলে রাখা হয়নি। এছাড়া পেসার আল-আমিন হোসেনও দলে জায়গা পাননি।

আর অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত থাকায় পেসার তাসকিন আহমেদ যদি আইসিসি থেকে ছাড়পত্র পান তাহলে তাকে ১৪তম খেলোয়াড় হিসেবে দলে নেয়া হবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম দুই ওয়ানডে খেলবে ২৫ ও ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশের ১৩ সদস্যের দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা (অধি:), সাকিব আল হাসান (সহ: অধি), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ