বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি ডেস্ক,
ঢাকা (২৩ সেপ্টেম্বর ২০১৬) : কুড়িগ্রামের রৌমারী ও ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে এসব ঘটনা ঘটে।

এবিসিনিউজবিডির ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে জসিম উদ্দীন (২৬) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। জসিম উদ্দীন চুয়াডাঙ্গা জেলার শৈয়লো বলদিয়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে।

ঝিনাইদহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে গরু নিয়ে জসিম উদ্দীন ও তার সঙ্গীর ফিরছিলেন। সেখানকার হাজরাখাল নামক স্থানে পৌঁছালে বিএসএফ গুলি করে। এতে জসিম উদ্দীন নিহত হন। তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে।

এবিসিনিউজবিডির কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে খুকু মিয়া (২৮) নামে আরো এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ভারতের ভালয় ক্যাম্পের বিএসএফের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়।

এবিসিনিউজবিডি/ডেস্ক/২৩ সেপ্টেম্বর ২০১৬

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ