৪৮ ঘন্টার আল্টিমেটামে ভারতে অবস্থানরত পাকিস্থানী শিল্পীরা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: পাকিস্তানের অভিনেতা তথা শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার জন্য হুঁশিয়ারি দিল ‘মহারাষ্ট্র নব নির্মাণ সেনা’ বা ‘এমএনএস’। পাকিস্তানের ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনেতা, গায়ক আতিফ ইসলাম, পরিচালক তথা গায়ক আলী জাফরসহ যেসব শিল্পীরা এ দেশে কাজ করছেন তাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

নবনির্মাণ সেনার হুঁশিয়ারি, শুধু অভিনেতা নয়, সমস্ত পাক শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ফিরে যেতে হবে। তাদের নির্দেশ না মানলে শিল্পীদের পাশাপাশি যে প্রযোজক-পরিচালকদের সঙ্গে তারা কাজ করছেন, তাদেরও মারধরের হুমকি দেওয়া হয়েছে৷

মহারাষ্ট্র নব নির্মাণ সেনার চলচ্চিত্র কর্মী সংগঠন ‘চিত্রপট সেনা’র নেতা অমিয় খোপকর বলেন, ‘আমরা সমস্ত পাকিস্তানি শিল্পী এবং অভিনেতাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে তারা ভারত না ছাড়েন তাহলে এমএনএস দল খোদ তাদের পিটিয়ে বের করে দেবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানি শিল্পীরা তো মার খাবেনই সেই সাথে এখানকার প্রযোজক, পরিচালক যারা আছেন তাদেরও পিটুনি দেয়া হবে।’

এমএনএসের মহাসচিব শালিনী ঠাকরের হুমকি, ‘যদি ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি শিল্পীরা ভারত না ছাড়েন তাহলে এমএনএস তাদের বাইরে ছুঁড়ে ফেলবে। এরা আমাদের দেশ থেকে উপার্জন করে পাকিস্তানকে ট্যাক্স দেয় এবং সেই পয়সা আমাদের লোকেদের হত্যা করার জন্য ব্যবহার করে থাকে। আমরা এটা চলতে দেব না।’

শালিনী ঠাকরে বলেন, ‘যদি ওরা ভারত ছেড়ে চলে না যায় তাহলে তাদের শুটিং বন্ধ করে দেয়া হবে এবং ভারতে তাদের ফিল্ম রিলিজ হবে না।’

ওই সব শিল্পীরা বৈধভাবে কাজ করলেও ‘মহারাষ্ট্র নব নির্মাণ সেনা’র হুমকিতে এ দেশে তাদের কেরিয়ার প্রশ্নের মুখে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন৷

এর আগে ‘শিব সেনা’র পক্ষ থেকে মুম্বাইতে পাকিস্তানের প্রখ্যাত গজল গায়ক গুলাম আলীর অনুষ্ঠানের বিরোধিতা করলে তা বাতিল হয়ে যায়। এমএনএস প্রধান রাজ ঠাকরে শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের ভাতিজা।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ