বিদ্যুৎ প্লান্ট স্থাপনে পরিবেশের ব্যাপারে সচেতন সরকার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : দেশে প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ প্লান্টের ব্যাপারে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে  বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দেশে বিদ্যুৎ প্লান্ট স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবের ব্যাপারে সরকার সচেতন রয়েছে।

২৪ সেপ্টেম্বর (শনিবার) পরিবেশগত প্রভাব শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের বিষয়ে আমরা বেশ সচেতন বিধায় দেশে নতুন প্লান্ট স্থাপনের আগে সরকার পরিবেশগত প্রভাবের ব্যাপারে খতিয়ে দেখবে’।

তিনি অারো বলেন, নতুন প্লান্ট স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবের বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। বিদ্যুৎ প্লান্ট স্থাপনের আগে আমরা পরিবেশের প্রভাবের বিষয়ে মূল্যায়ন করবো।

নসরুল হামিদ বলেন, সিদ্ধিরগঞ্জে কয়েকটি বিদ্যুৎ প্লান্ট, সিমেন্ট কারখানা, পেপার মিল, রিরোলিং মিল, বস্ত্র কারখানা, তৈরি পোশাক কারখানা, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা, জাহাজ নির্মাণ ও ব্রিক ফিল্ড থাকায় সরকার এখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ