সড়ক ও রেল ​যোগাযোগ হওয়া দরকার চীনের সাথে

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ চীনের ৬৭তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাম্যবাদী দলের আয়োজনে  সভায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ হওয়া দরকার।

১ অক্টোবর (শনিবার) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের  মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন আশরাফ।

সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, অনেক আগে চীনের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ ছিল। এখন আবার সেটি চালু হলে শুধু বাংলাদেশ নয়, ভারতও সুবিধা পাবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন।  সফরকালে বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। এটিকে ঐতিহাসিক সফর হবে বলেও উল্লেখ করেন জনপ্রশাসনমন্ত্রী।
আলোচনা সভায় চীনা দূতাবাসের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ