খুনের দায়ে আ.লীগ নেতার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাভারে এক আওয়ামী লীগ নেতার তিন ছেলের বিরুদ্ধে এক শাখা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের ঘনিষ্ঠ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার রাতে সাভারের সবুজবাগ এলাকায় মিন্টু চন্দ্র ধরকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মিন্টু ভাটপাড়া মহল্লার চিত্তরঞ্জন ধরের ছেলে। তিনি পেশায় একজন শাখা ব্যবসায়ী।
সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার ভাণ্ডারির ছেলে স্বপন (২০), সুমন (২৭) ও রিপন (২৪) তাকে কুপিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, রাত ১০টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়া এলাকার বাসিন্দা প্রফুল্ল চন্দ্র ধরের ছেলে রিপন চন্দ্রকে (১৪) থাপ্পড় দেয় স্বপন।
এ নিয়ে রিপনের প্রতিবেশি মিন্টু চন্দ্র ধর স্বপনের সঙ্গে কথা বলতে যায়। দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে স্বপন, সুমন ও রিপন- তিন ভাই মিলে মিন্টুকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সরওয়ার ভান্ডারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার বাসায় গিয়ে প্রধান ফটকে তালা লাগানো দেখা যায়।
এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা, তার তিন ছেলে এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ মেহেদি হাসানকে আসামি করে একটি মামলা করেছে নিহতের পরিবার।
এদের মধ্যে মেহেদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
মেহেদি এক সময় দৈনিক আল-মুজাদ্দিদ পত্রিকায় কাজ করতেন।