২০১৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: আন্তর্জাতিক অর্থ তহবিলে (আইএমএফ)-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৯ শতাংশ।

৫ অক্টোবর (মঙ্গলবার) আইএমএফ’র যে ভবিষ্যদ্বাণী প্রকাশিত হয়েছে তা ২০১৫-১৬ অর্থবছরের জন্য সরকারের প্রত্যাশিত ৭ দশমিক শূন্য জিডিপি’র কাছাকাছি।

এদিকে এ ব্যাপারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পূর্বাভাস ছিলো ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। আর বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ইতিবাচক সংশোধিত পূর্বাভাস ছিলো ৭ দশমিক শূন্য ৫।

বাংলাদেশে জিডিপি’র ব্যাপারে আইএমএফ’র পূর্বাভাস অন্যান্যা সংস্থার তুলনায় সামান্য কম হলেও সংস্থাটি একে অগ্রসর অর্থনীতির ‘দৃঢ়প্রতিজ্ঞ’ হিসেবেও ভবিষ্যদ্বাণী করেছে। ডব্লিউইও’র পূর্বাভাসে বৈশ্বিক অর্থনৈতিক সংকট পরবর্তী পুনরুদ্ধারের ৮ বছরের পূর্ববর্তী বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ