জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন অ্যান্টনিও গুটেরেস

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্টনিও গুটেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন। জাতিসংঘ কূটনৈতিক সূত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থালাভিষিক্ত হবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে। এরপর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন গুটেরেস।

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে আজ বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০০৭ সালের ১ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন বান কি মুন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর তার প্রথম দফার মেয়াদ শেষ হয়। পরবর্তীতে কোনো বিরোধিতা না আসায় ২০১১ সালের ২১ জুন তিনি দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেন।

সূত্র : বিবিসি

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ