বিতর্কিত মন্তব্যের মধ্যেই শেষ হয় হিলারি ও ট্রম্পের দ্বিতীয় বিতর্ক

মিরু শিকদার, যুক্তরাষ্ট্র প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক শেষ হয়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওয়াশিংটনের সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক শুরু হয়।

দুই প্রার্থী হাত না মিলিয়েই বিতর্ক মঞ্চে যার যার অবস্থানে দাঁড়িয়ে যান। শুরু হয় বিতর্ক। কিন্তু প্রথম পর্বেই শ্রী হারায় বিতর্ক। ট্রাম্প তার আক্রমণে হিলারি ক্লিনটনকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে ব্যক্তিগত সার্ভারে রাষ্ট্রীয় কাজের ইমেইল ব্যবহার করার জন্য হিলারিকে জেলে ঢোকাব।

অন্যদিকে নারীদের নিয়ে অশালীন মন্তব্য ও বক্তব্যের জন্য ট্রাম্পকে জাতির কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন হিলারি। নিজের মেয়ে সম্পর্কে নোংরা মন্তব্য করায় ট্রাম্পকে তুলাধুনা করেন তিনি।

এভাবেই ১ঘণ্টা ২০ মিনিটের ওই বিতর্কে উভয়ে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এতটা বিদ্বেষপূর্ণ টেলিভিশন বিতর্ক অনেকেই এর আগে কখনো দেখেননি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরস্পরের প্রতি যেভাবে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ এবং আক্রমণাত্নক ভাষা ব্যবহার করেছেন, সেটি অনেকটা নজিরবিহীন।

হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যকার বিতর্ক যে খুব একটি আন্তরিক পরিবেশে হবেনা সেটি প্রথম থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল।

বিতর্কের শুরুতে কেউ কারো সঙ্গে হাত মেলাননি। এ বিষয়টি অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হয়েছে। যদি বিতর্কের শেষে তারা হাত মিলিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মাঝে মধ্যেই বিতর্কের ভাষা বিদ্বেষপূর্ণ হয়ে উঠছিল। হিলারি ক্লিনটনকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প।

এমনকি হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি এবং হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল নিয়ে আক্রমনাত্নক হয়ে উঠেন ডোনাল্ড ট্রাম্প।

মি: ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে যেসব নারী জড়িত ছিল তাদের সম্পর্কে হিলারি ক্লিনটন যেভাবে আক্রমণ করেছেন, তখন মি: ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে হিলারি ক্লিনটন কারাগারে থাকতেন।

জবাবে হিলারি ক্লিনটনও জোরালো ভাষায় উত্তর দেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, সেটি উল্লেখ করে হিলারি ক্লিনটন বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার যোগ্য নয়।

হিলারি ক্লিনটন বলেছেন, নারীদের সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের যেসব মন্তব্য ফাঁস হয়েছে সেগুলো প্রমাণ করে মি: ট্রাম্প কেমন ব্যক্তি।

পুরো বিতর্ক এতোটাই আক্রমণাত্নক এবং পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল যে, শেষ পর্যন্ত একজন দর্শক দু’জন প্রার্থীকে পরস্পরের ভালো দিক কী আছে সে সম্পর্কে প্রশ্ন করেন।

তখন মি: ট্রাম্প বলেন , ” তিনি (হিলারি ক্লিনটন) কখনো হাল ছাড়েন না। তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান। তিনি বেশ লড়াকু একজন ব্যক্তি।”

হিলারি ক্লিনটন বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের পছন্দ করেন।

হিলারি ক্লিনটন বলেন, ” সে যা কিছু করে, আমি তার প্রায় সবগুলোর সাথেই একমত না। কিন্তু তার সন্তানরা অসাধারণ।”

প্রায় দেড় ঘণ্টার এ বিতর্কে উভয় প্রার্থী প্রায় ৪০ মিনিট করে সময় পেয়েছেন।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ