মীনা’ চরিত্র সৃষ্টির প্রশংসায় তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ অনুকরণীয় ‘মীনা’ চরিত্র সৃষ্টির জন্য ইউনিসেফ’কে অভিনন্দন জানিয়েছেন এবং শিশুদের মধ্যে অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করার জন্য ‘স্পন্সর’দের প্রতি আহবান জানান।

৯ অক্টোবার (রবিবার) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে গণমাধ্যমে কর্মরতদের জন্য ইউনিসেফ আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মীনা’ তরুণ প্রজন্মকে একটি স্বাস্থ্যবান ও শিক্ষিত সমাজের স্বপ্ন দেখতে শেখায়। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই চরিত্রটির বক্তব্যের ক্ষেত্র আরও প্রসারিত হবে।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় এ্যানিমেশন চরিত্র ‘মীনা’র নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিসেফ (বাংলাদেশ)-এর পক্ষে উপস্থিত ছিলেন জিডুলা মাসিকু এবং সীমা ইসলাম। আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
১ম, ২য় ও ৩য় পুরস্কার বিজয়ীরা ক্রেস্টসহ যথাক্রমে- নগদ ৫০ হাজার, ২৫ হাজার এবং ১৫ হাজার টাকা লাভ করেন।

 

 

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ