নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন শেখ হাসিনা

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ২৪ অক্টোবর সোমবার গণভবনে ফুলেল শুভেচ্ছা জানান দলটির শীর্ষ নেতারা।

শেখ হাসিনা এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হাতে আর দুই বছর দুই মাস সময় রয়েছে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তাই এই সময়কে সর্বাত্মকভাবে ব্যবহার করতে হবে।’

শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে আসা নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশব্যাপী দলকে আরও শক্তিশালী কতে হবে। এ জন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এসময় উপস্থিত ছিলেন।

অষ্টমবারের মতো দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এ সময় জনগণের সমর্থন পাওয়ার লক্ষ্যে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে তাঁর সরকারের বাস্তবায়িত কর্মকান্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যদি জনগণের ভোট চাই তাহলে আমরা তাদের জন্য যা করেছি তা সাধারণ মানুষকে জানাতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বোঝাতে হবে, একমাত্র আওয়ামী লীগের পক্ষেই দেশের উন্নয়ন করা সম্ভব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাকর্মীদের গণমানুষের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, যাতে তাদের ভাগ্যের পরিবর্তন হয়।’

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ