নেইমারে আস্থা মেসির

messi_neymarস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বার্সার জার্সিতে নেইমার নিজেকে মেলে ধরতে পারবেন কি না, তা নিয়ে দ্বিধা আছে সাবেকদের অনেকেরই। কিন্তু ক্লাব সতীর্থ লিওনেল মেসি মনে করেন, আগামী মৌসুমে দলের সাফল্যে দারুণ অবদান রাখবে ব্রাজিল তারকা।

জাতীয় দল আর ব্রাজিলিয়ান লিগে খেলা নেইমার নিজ মহাদেশের বাইরের ক্লাব ফুটবলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন। তাই ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন নেইমার- তা নিয়েও শঙ্কা রয়েছে অনেকের।

এখানেও নেইমারের পাশে দাড়াচ্ছেন টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি। এই আর্জেন্টাইন তারকা মনে করেন, বার্সার নতুন পরিবেশে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না তার।

২১ বছর বয়সী নেইমারের পক্ষে মেসি বলেন, “সে দারুণ খেলোয়াড়। এখানকার ফুটবলে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হবে না। মাঠের বাইরেও কোনো সমস্যা হবে না। মানুষ হিসেবেও সে খুব ভালো।”

“দলকে সে অনেক কিছু দেবে। সাফল্যে অর্জনের পথে সে পার্থক্য গড়ে দেবে”, যোগ করেন তিনি।

সম্প্রতি পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সন্তোস থেকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সায় যোগ দিয়েছেন নেইমার। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ পাঁচ বছর।

কনফেডারেশন্স কাপে অনবদ্য খেলে ব্রাজিলকে হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে নেইমার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি ও নেইমারকে জুটিবেধে প্রথম খেলতে দেখা যেতে পারে আগামী ১৮ অগাস্ট লেভেন্তের বিপক্ষে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ