আগামীকালও স্থগিত বিপিএল

 

ক্রিড়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: বৃষ্টির বিড়ম্বনায় পড়েছে বিপিএলের চতুর্থ আসর। নির্ধারিত ৪ নভেম্বর খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারেনি।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বিপিএলের দ্বিতীয় দিনে শনিবারও। তাই এই দিনের কোন ম্যাচ হতে পারেনি।

বিপিএলের আগের সূচি অনুযায়ী ৪, ৫ এবং ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম রাউন্ডের ৬টি ম্যাচ। এরপর ৭ নভেম্বর বিরতি। কিন্তু আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় ৭ নভেম্বর পর্যন্ত আপাতত বিপিএল স্থগিত করা হয়েছে। ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করা হবে বিপিএলের চতুর্থ আসর।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্রাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ