আজ জেএসসির তিন বোর্ড ও সারাদেশে জেডিসির পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির তিন বোর্ড এবং সারাদেশে জেডিসির পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়া জেএসসির বোর্ডগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা।

৫ নভেম্বর (শনিবার) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য জানান।

চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা বোর্ডে রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা আগামী ১২ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে। রোববার সারা দেশে জেডিসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষা ১৯ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

জেএসসির অন্যান্য বোর্ডের রোববারের পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ নভেম্বর সকাল দশটায় হবে এই পরীক্ষা।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান জেডিসির কাল রোববারের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা ১৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ