৭ নভেম্বর আমরা কর্মসূচি করব: বেগম জিয়া

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : সরকার বিএনপিকে ভয় পায়। তাই সমাবেশ করতে দিচ্ছে না। ‘আমরা বের হব। আমরা কর্মসূচি করবই’। ইনশা আল্লাহ জনগণকে আমরা সঙ্গে পাব।

৫ নভেম্বর (শনিবার) রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন।

এসময় খালেদা জিয়া বলেন, ‘আমাদের বের হতে হবে। আমরা বের হব। আমরা কর্মসূচি করব’। ইনশা আল্লাহ জনগণকে আমরা সঙ্গে পাব। ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কারও কথা শুনে চলব না। এটা সকলকে বুঝতে হবে। যারা এটা বুঝে না, তাদের বুঝিয়ে দিতে হবে যে, এখানে ১৬ কোটি লোক আমরা।

আমরা কারও নির্দেশে চলব না। ৭ নভেম্বর আমরা একটা জনসভা করব, তারা করছে, আমাদের করতে দিতে চায় না। জনগণকে ভয় পায় বলেই তাদের এই পন্থা।

তিনি আরো বলেন, ‘এই অবৈধ সরকার আমাদের কোনো কর্মসূচি করতে দেয় না’। আমাদের সমাবেশে দলের লোকজন আসে, জনগণ আসে। সেই সমাবেশে এত বড় হয়, সেটা দেখে তারা ভয় পায়।

খালেদা জিয়া বলেন, এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। এভাবে মানুষকে দীর্ঘদিন ধরে রাখা যায় না, মানুষের মুখ বন্ধ করে রাখা যায় না।

এসময় সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্বিন্যাসের দাবি জানান।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ