কাশ্মীর নিয়ে পাক সরকার চুপ কেন!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ শুধু দু-চার কথা বলেই ছেড়ে দিলে হবে না, কাশ্মীরিদের বোঝাতে হবে পাকিস্তান তাঁদের পাশে আছে। কিন্তু পাক সরকার তা না করে কাশ্মীর নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে। শুক্রবার নওয়াজ সরকারের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ।

বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীর যে ভাবে অশান্ত হয়ে ওঠে, সেই সুযোগ নেয় পাকিস্তান। ভারত সরকারই যে কাশ্মিরীদের এই অবস্থার জন্য দায়ী সেই বার্তাও দিয়েছিলেন  নওয়াজ শরিফ।  তিনি বার বার বোঝানোর চেষ্টা করেন প্রয়োজনে পাকিস্তান কাশ্মীরিদের সহযোগিতা করবে। কিন্তু পাক সরকারের সেই চেষ্টা খুব একটা কাজে আসেনি। আর তাতেই রেগে আগুন হাফিজ সইদ। কাশ্মীরিদের বোঝাতে যে পাক সরকার ব্যর্থ সেই কথাই বলেছেন সইদ। সে কারণেই তিনি পাক সরকারকে পরামর্শ দেন, কাশ্মীরিদের পাশে থাকার কথা শুধু মুখে বললেই হবে না, কাজে করে দেখাতে হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ