কন্যসন্তান জন্ম দেওয়ায় পুত্রবধূকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার শাশুড়ির!

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ এ দেশে এখনও বহু পরিবারে কন্যা সন্তান জন্মানো মানেই ‘পাপ’। দেশের নানা প্রান্তে কন্যাভ্রূণ এমনকী কন্যাসন্তান হত্যার মতো ঘটনাও আকছার ঘটে চলেছে। কিন্তু এই ধারণাকে পাল্টে দিয়ে নজির সৃষ্টি করলেন ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরের এক শাশুড়ি।

কন্যাভ্রূণ হত্যা বা কন্যাসন্তান হত্যা, এমনকী তথাকথিত সম্মানরক্ষার নামে এ দেশের যে সব রাজ্যে মেয়েদের শিকার বানানো হয়, উত্তরপ্রদেশ সেই তালিকায় উপরের দিকেই রয়েছে। এই রাজ্য থেকেই এ বার কন্যাসন্তান সম্পর্কে নতুন দিশা দেখালেন হামিরপুররের প্রেমা দেবী।

পুত্রবধূ কন্যাসন্তান জন্ম দিয়েছেন। খবরটা বাড়িতে পৌঁছনো মাত্রই খুশিতে মেতে ওঠে গোটা পরিবার। তবে যিনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তিনি হলেন প্রেমা দেবী। পুত্রবধূ তাঁকে যে এত বড় উপহার দিয়েছেন তাতেই খুশি হয়ে পাল্টা উপহার দেওয়ার জন্য মনস্থির করে ফেলেন প্রেমা দেবীও। অবসরপ্রাপ্ত স্বাস্থ্য দফতরের ইনস্পেক্টর প্রেমা দেবী পুত্রবধূকে যে সে উপহার দেননি। একটা দামি ব্র্যান্ডের গাড়ি দিয়েছেন পুত্রবধূকে। এই উপহার পেয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তাঁর পুত্রবধূ।

যে রাজ্যে প্রতিনিয়তই কোনও না কোনও স্থানে কন্যাভ্রূণ হত্যা হয়েই চলেছে, সেখানে প্রেমা দেবীর এই ঘটনা অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।

প্রেমা দেবী কী বললেন এ বিষয়ে?

তিনি বলেন, “কন্যাভ্রূণ বা কন্যসন্তান হত্যা তখনই কমবে যখন শাশুড়িরা পুত্রবধূদের সঙ্গে নিজের মেয়ের মতো আচরণ করবেন। দিনের শেষে তাঁরাও তো কারও না কারও মেয়ে!”

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ