দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর স্থগিত    

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের নির্ধারিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে।

৫ নভেম্বর (শনিবার)প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনঃনির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাঁর আগামীকাল টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল।

গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি পদে পুনঃনির্বাচিত হন। অন্যদিকে, ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা এবার নিয়ে ৮ম বার উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজকের পুষ্পার্ঘ্য অর্পণের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্রতিনিধিদলের রোববার টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

 

 

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ