এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপ-মহাদেশের কিংবদন্তী শিশু রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ড. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতি চিরদিন ডা. খানের শিশুরোগ চিকিৎসায় অবদানের কথা গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এম আর খান স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র। শোক বার্তায় তিনি বলেন, এম আর খানের মৃত্যুতে জাতি, বিশেষ করে শিশু রোগ চিকিৎসার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা দুটি শোক বার্তায় প্রয়াত ডা. খানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ডা. খান ৫ নভেম্বর (শনিবার) বেলা ৪টা ২৫মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।