নভেম্বরেই ফেরত আসবে রিজার্ভের ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার  

 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার এ মাসেই ফিলিপাইন থেকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

‘আমরা আশা করছি পুরো প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হবে এবং এ মাসেই টাকা ফেরত আসবে’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, “ম্যানিলার একটি আদালত ইতিমধ্যেই ‘এক্সিকিউশন স্যুট’ সম্পন্ন করেছে এবং আগামি ৩০ দিনের মধ্যে অর্থ ফেরত পাঠানোর লক্ষ্যে সম্পূর্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।”

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থ বর্তমানে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রয়েছে।
উল্লেখ্য, ম্যানিলা থেকে উল্লেখিত অর্থ ফেরত আসার পর উদ্ধারকৃত মোট অর্থের পরিমান দাঁড়াবে ৩৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কা থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আনে বাংলাদেশ ব্যাংক।

 

 

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ