যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল তাদেরও বিচার করা হবে

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : মানুষ হত্যা করে যারা নির্বাচনকে কলুষিত করেছিল, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল তাদের বিচারও করা হবে বেল জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় গণভবনে ডাকা ওই যৌথসভার মুলতবী বৈঠকে আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা।

সভায় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনকে বিতর্কিত করতে মানুষ হত্যা করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ কেউ খুব গণতন্ত্রের জন্য ইদানীং দেখি ভীষণভাবে সোচ্চার। এ দেশের নির্বাচনকে কলুষিত যারা করেছিল আজ তাদের মুখেই গণতন্ত্রের কথা শুনলে আসলে হাসিই পায়। বিএনপি নেতাদের মুখ থেকে যখন এসব কথা শুনি। এটাই সবচেয়ে দুঃখজনক যে কাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে, গণতন্ত্রের কথা শুনতে হবে! তারা যে শত শত মানুষ, নিরীহ মানুষ বাসে চড়তে পারেনি আগুন দিয়ে পুড়িয়েছে। ট্রেনে সাধারণ মানুষ যাচ্ছে তাদের আগুন দিয়ে পুড়িয়েছে।’

তিনি আরো বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জামায়াতের যারা জড়িত অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে হবে। কাজেই মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দেওয়া হয়নি। আর দুর্নীতি, মানি লন্ডারিং করেছে বলেই তো তাদের বিরুদ্ধে মামলা।”

যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এই বিচার ঠেকাতে চেয়েছিল তাদেরও বিচার করা হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ