সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি সোনা উদ্ধার
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাত থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি উড়োজাহাজে সোয়া নয় কেজি ওজনের সোনার বার পাওয়া গেছে।
১৬ নভেম্বর(বুধবার) সকাল সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান।
তিনি বলেন, সকালে বিমানটি সিলেট পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
“যাত্রীদের বসার দুটি আসনের নিচে ৮০টি সোনার বার পাওয়া গেছে। কাগজে মোড়ানো বারগুলোর মোট ওজন নয় কেজি ৩০০ গ্রাম।”
এটি ওসমানী বিমানবন্দরে আসা সবচেয়ে বড় সোনার চালান বলে জানান তিনি।