দুর্নীতি ও অপরাজনীতির শিক্ষা দেয় না আ’লীগ

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ”আওয়ামী লীগে দুর্নীতি ও অপরাজনীতির শিক্ষা দেওয়া হয় না। টাকা-পয়সা ও সম্পদ অর্জন রাজনীতি নয়। টাকা-পয়সা ও বিত্ত সম্পদ নয়, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মেধা। আর তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়।”

২৬ নভেম্বর (শনিবার) রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীরা রাজনীতিবীদ হতে চায় না। ভাল ছেলে-মেয়েরা রাজনীতিতে না এলে খারাপ লোকেরা রাজনীতিতে জায়গা করে নেবে, এমপি-মন্ত্রী হবে। মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীন ও হাইব্রিডরা রাজনীতি দখল করে নেবে। সে রাজনীতি সাধারণ মানুষের কোনো উপকারেও আসবে না। রাজনীতিকে ঘৃণা করলে নিজেরই ক্ষতি করা হবে। কেননা এক সময় নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যেতে ভালো লাগবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এর আগে পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগ সভাপতি ফারজানা আক্তার সুপর্নার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক নিশাত পারভীন, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন প্রমুখ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ