হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিজবিডি,

ঢাকা: ক্রটি সারিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ থেকে হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেছে।

২৭নভেম্বর (রবিবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানান।

আশখাবাদে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে।

এর আগে হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি পৌঁছে দিতে বিকল্প ব‌্যবস্থা হিসেবে ঢাকা থেকে লন্ডনমুখী বিমানের বিজি০০১ ফ্লাইটকে ঘুরিয়ে তুর্কমেনিস্থানে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা আগের বিমানেই বুদাপেস্টের দিকে রওনা হওয়ায় হিথ্রোগামী আকাশপ্রদীপ আবার নির্ধারিত গন্তব‌্যে উড়াল দেয়।

শাকিল মেরাজ জানান, ত্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ‌্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ‌্যে রওনা হয়।

তিনি আরো জানান, বিমান বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু রয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ