ডিআরইউ’র সভাপতি বাদশা,সাধারন সম্পাদক নোমানী
প্রতিবেদক, এবিসিনিউজবিডি
ঢাকা: পেশাদার সংবাদিকদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০১৭ মেয়াদ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মোরসালীন নোমানী।
৩০ নভেম্বর (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে। নির্বাচনের মোট ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১১২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ছয়টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক সমকালের সস্পাদক গোলাম সারওয়ার।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অপর সদস্যরা হলেন-নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।
সভাপতি পদে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন বাদশা। ২৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে মোস্তাক হোসেন।২১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মাহমুদুর রহমান খোকন ।
সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মুরসালীন নোমানী ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৪১৪ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন এটিএন বাংলার আবু দারদা যোবায়ের। তারপ্রাপ্ত ভোট ৫৯৩ ভোট। একই পদে আনিসুর রহমান খান ১৯৭ ভোট, ওসমান গনি বাবুল ১৫০ ভোট ও শহিদুল ইসলাম ১২০ ভোট পেয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমীন পেয়েছেন ৪৫৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জিলানী মিল্টন ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার অপর দুই প্রতিদ্বন্দ্বী আফজাল বারী ৩৭৯ ভোট ও ফারুক খান ২৭৩ ভোট পেয়েছেন।
দফতর সম্পাদক পদে ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নয়ন মুরাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেহাদ চৌধুরী পেয়েছেন ৪১৯ ভোট।
নারী বিষয়ক সম্পাদক পদে ৭১০ ভোট পেয়ে দিনার সুলতানা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমি খান পেয়েছেন ৩৬৩ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কাফি কামাল ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৬২ ভোট।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আহমেদ সিরাজ পেয়েছেন ৩৩৯ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী ৬০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম ইমদাদুল হক খান পেয়েছেন ৩১৭ ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আবু জাফর পেয়েছেন ২৪৯ ভোট।
কার্যনির্বাহী পদে ৭ জন নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম হাসিব (৬৭০), হাবীবুর রহমান (৫৭৮), সাইফুল ইসলাম (৫৫৭), সাখাওয়াত হোসেন সুমন (৫১১), মাইনুল হাসান সোহেল (৪৭৫), হাফিজ আল আসাদ সাঈদ খান (৪৪২) ও আনিসুল ইসলাম (৩৬৯)। অন্য ৩জন প্রার্থীদের মধ্যে আসলাম রহমান ২৯৬ ভোট, রিমন মাহফুজ ২৯১ ভোট এবং এস এম এ কালাম ২৫৮ ভোট পেয়েছেন।