বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নয়

KhaledaJiaরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনে তৃণমূল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের এক ইফতার মাহফিলে তিনি বলেন, ‘‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। গাজীপুরেও তারা ব্যাপক অনিয়ম করার চেষ্টা করেছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত সফল হয়নি। তাই তাদের (সরকার) অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’’

‘‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জোট প্রার্থীদের বিজয়ের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আরো জোরালো হয়েছে। আমরা গণতন্ত্র ও ভোট রক্ষার এই আন্দোলনে আপনাদের (নির্বাচিত জনপ্রতিনিধি) সার্বিক সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি, আগামীতে আন্দোলনের মাধ্যমে নিদর্লীয় সরকারের দাবি জনগণ আদায় করবে।’’

সংসদে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি ভবন প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের সম্মানে বিরোধীদলীয় নেতা এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর, কুমিল্লার নির্বাচিত মেয়রসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দুই হাজার জনপ্রতিনিধি অংশ নেন।

ইফতারের আগে খালেদা জিয়া টেবিল ঘুরে তৃণমূল পর্যায়ের অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ১৮ দলীয় জোট সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত মেয়রদের মধ্যে গাজীপুরের অধ্যাপক এম এ মান্নান, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনার মনিরুজ্জামান মনি, বরিশালের আহসান হাবিব কামাল, সিলেটের আরিফুল হক চৌধুরী, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মহাসচিব আতাউর রহমান আতা, পৌরসভা সমিতির মহাসচিব অধ্যক্ষ শামীম আল রাজী, ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মঞ্চে বিরোধীদলীয় নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, অধ্যাপক এম এ মান্নান, মোসাদ্দেক হোসেন বুলবুল, মনিরুজ্জামান মনি, আরিফুল হক চৌধুরী, আহসান হাবিব কামাল, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মহাসচিব আতাউর রহমান আতা, পৌরসভা সমিতির মহাসচিব অধ্যক্ষ শামীম আল রাজী, ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান প্রমুখ মঞ্চে ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘‘নির্দলীয় সরকারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের এই আন্দোলন দেশ ও গণতন্ত্রকে রক্ষার জন্য। দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়।’’

‘‘ আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধমে নতুন ধারার একটি সরকার গঠন করব। অন্যায় ও দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপোষ করব না।’’

জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন. ‘‘আমাদের দেশ ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।’’

বিরোধীদলীয় নেতা জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করার পরামর্শ দিয়ে বলেন, ‘‘জনগণের সঙ্গে থাকুন, জনকল্যাণে কাজ করুন। আমরা ক্ষমতায় গেলে আপনাদের ন্যায্য দাবির প্রতি সন্মান জানাব।’’

খালেদা জিয়া বলেন, ‘‘দেশ ও জনগণ দুঃশাসন ও জুলুমের মধ্যে দিনযাপন করছে। রমজানের ইফতারে আসুন আমরা মহান রাব্বুল আলামীনের কাছে এই জুলুমবাজ ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করি।’’

বর্তমান সরকারকে একটি দুর্নীতিবাজ, ব্যর্থ, খুনি সরকার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘‘সংসদে যে দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, সেদেশে কখনোই সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না। দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়।’’

ইফতারে উপজেলা চেয়ারম্যানের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অধ্যক্ষ মীর শাহে আলম, সদর উপজেলার আলী আজগর হেনা, সোনাতলা উপজেলার এ কে এম আহসানুল তৈয়ব জাকির, নেত্রকোনোর কলমাকান্দা উপজেলা গোলাম রাব্বানী, মদন উপজেলার পৌর মেয়র দেওয়ান মোদ্দাসের হোসেন, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র বেলাল হোসেন, চট্টগ্রাম রাউজান উপজেলা চেয়ারম্যান কাজী আবদুল্লাহ আল হাসান, নোয়াখালীর চাটখিল পৌর মেয়র মোস্তফা কামাল, রাজশাহীর তানোর পৌর মেয়র ফিরোজ সরকারসহ বিভিন্ন সিটি করপোরেশনের কাউন্সিলর, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ