রোহিঙ্গাদের চারটি নৌকা ফেরত পাঠাল বিজিবি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা চলছে। গতকাল শুক্রবার রাত নয়টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর ভাষ্য, রোহিঙ্গাবোঝাই চারটি নৌকার প্রতিটিতে ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। বিজিবির বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়েছে।

মিয়ানমার সরকারের মদদে ২০১২ সালে রাখাইন রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। সে সময় বৌদ্ধ উগ্রবাদীরা প্রায় সোয়া লাখ রোহিঙ্গা মুসলমানকে বাস্তুচ্যুত করে। তারপর ২০১৩ ও ২০১৪ সালে আরও কয়েক দফায় সেখানে রোহিঙ্গাদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা চলে। সম্প্রতি রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে মিয়ানমারের নেত্রী অং সান সু চি দাবি করেছেন, রাখাইনের পরিস্থিতি ইতিমধ্যেই তাঁর সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি এখন শান্ত হওয়ার পথে। তাঁর দাবি, রাখাইনে শুধু মুসলমানরাই উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে তা নয়, সেখানকার রাখাইন জাতিগোষ্ঠীও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ