শিগগিরই কমছে জ্বালানি তেলের দাম

স্টাফ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা: শিগগিরই জ্বালানি তেলের দাম কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সরকারের অনুমতির অপেক্ষার কথা জানিয়ে তিনি বলেন, অনুমতি পেলেই ‘ইমিডিয়েট তেলের দাম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে’।

শুক্রবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ কৈলাশটিলা গ্যাস ফিল্ডের সাতটি কূপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ১০৮টি কূপ খননের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। টেন্ডার আহ্বান করে ঠিকাদার নিয়োগ হলেই কূপ খননের কাজ শুরু হবে।

ভিশন-২০২১ বাস্তাবায়নের লক্ষ্যে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো ও উৎপাদিত তেলের মান বাড়াতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, সিলেট অঞ্চলে গ্যাসের সঙ্গে পাওয়া এনজিএল থেকে এলপিজি গ্যাস এবং পেট্রল উৎপাদিত হয়। এ পেট্রলের মান আরও কীভাবে বাড়ানো যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও কৈলাশটিলার ৭ নং কূপে তেল পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যায়নি। এ নিয়ে আবারও জরিপ চালানো হবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে বাংলাদেশ সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতিও থাকবে না।

চলমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়ে তিনি বলেন, আমরা জ্বালানি ক্ষেত্রে আরো বেশি অগ্রসর হতে চাই। সরকারি সিদ্ধান্তের আলোকে আগামীতে জ্বালানি তেলের মূল্য আরো হ্রাস পেতে পারে।

শুক্রবার দুদিনের সফরে সিলেটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী। বিকালে কৈলাশটিলা গ্যাস ফিল্ডের তেল ও এলপিজি গ্যাসের কাঁচামাল এনজিএল উৎপাদনকারী এমএসটি প্লান্ট পরিদর্শনের যান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ