ফুটবলে ফিরছেন ভেরন
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অবসর ভেঙে ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। স্বদেশের ক্লাব এস্তুদিয়ান্তেসের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তবে আর্জেন্টিনার সাবেক অধিনায়ক বেতন নেবেন না। তার বেতন ক্লাবের তরুণ ফুটবলারদের উন্নয়নে ব্যয় করা হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত আর্জেন্টিনার প্রথম বিভাগ লিগে খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির এই সাবেক ফুটবলার।
লা প্লাতা শহরের ক্লাব এস্তুদিয়ান্তেসের সঙ্গে ভেরনের অনেক সুখস্মৃতি জড়িয়ে। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। অবসরের পর গত মৌসুমে দলটির টেকনিক্যাল সচিব এবং ক্রীড়া পরিচালকের দায়িত্বও পালন করেন।
মাঠে ফেরার সিদ্ধান্ত নিলেও পুরনো ছন্দ ফিরে পাওয়া যে সম্ভব নয়, তা মেনে নিতে দ্বিধা নেই ৩৮ বছর বয়সী ভেরনের। তিনি বলেন, “আমার মনে হয় না ২০০৯ সালে এই ক্লাবের হয়ে লিবার্তাদোরেস কাপ জেতার মতো ছন্দে থাকতে পারবো। তবে আমি এখন সেদিনের মতোই উজ্জীবিত। কারণ আমি খেলতে ভালবাসি।”
পিঠ ও গোড়ালির চোটের সঙ্গে অনেক দিন লড়াই করে গত বছর অবসরের ঘোষণা দেন ভেরন।