গুলশান হামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে ২২ জানুয়ারি
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি পুলিশ। আদালত আগামী ২২ জানুয়ারি ওই প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এই দিন ধার্য করেন। এ মামলাটি তদন্ত করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবীর।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
গত ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি-সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন জিম্মি উদ্ধার অভিযানে নিহত মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল ইসলাম চৌকিদার। ছয়জনের মধ্যে প্রথম পাঁচজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সাইফুল ইসলাম ওই রেস্তোরাঁর কর্মী হলেও হামলাকারীদের সহায়তা করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।