ফুজিফিল্মের নতুন ক্যামেরা

তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নবীন আলোকচিত্রীদের কথা মাথায় রেখে এন্ট্রি লেভেলের মিররলেস ক্যামেরা বাজারে আনছে ফুজিফিল্ম। এক্স সিরিজে এ১০ মডেলের (X-A 10) ক্যামেরায় ১৬ দশমিক ৩ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সর থাকবে। এতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আগামী বছরের জানুয়ারিতে এই ক্যামেরা বাজারে আসবে। এর দাম হবে ৪৯৯ মার্কিন ডলার। এতে যে লেন্সটি থাকছে, তা ১৬-৫০ মিমি, যার অ্যাপারচার হবে এফ ৩.৫-৫.৬। এই ক্যামেরার আইএসও ২০০ থেকে ৬ হাজার ৪০০ যা ২৫ হাজার ৬০০ পর্যন্ত বাড়ানো যায়। এতে ফিশ আই, ক্রস স্ক্রিনসহ ১০টি ফিল্টার রাখছে ফুজিফিল্ম।

পেছনে যে এলসিডি ডিসপ্লে থাকবে তাতে ‘স্লাইড অ্যান্ড টিল্ট’ পদ্ধতি থাকছে। এতে সেলফি তোলার জন্য এটি ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এ ছাড়া এতে সেলফি তোলার নানা সুবিধাসহ সেলফ পোর্ট্রেট তোলা যাবে।
প্রতিবার চার্জে এ ক্যামেরায় ৪১০টি ছবি নেওয়া ও টানা ১৭ মিনিট পর্যন্ত এইচডি ভিডিও ধারণ করা যাবে। কম আলোতে ছবি তোলার জন্য এতে পপ-আপ ফ্ল্যাশ আছে। এতে ওয়াই-ফাই সুবিধাও থাকবে।

তথ্যসূত্র: এনডিটিভি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ