গুলিতে একজন নিহত
নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: কুষ্টিয়ার ভেড়ামারায় গুলিবিদ্ধ হয়ে সালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। কুষ্টিয়া র্যাব ক্যাম্পের সদস্যরা গুলিবিদ্ধ ওই পাঁচজনকে আজ সোমবার ভোর পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে আসে।
তবে এই ঘটনার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ক্যাম্পের এএসআই শাহজাদা শাহরিয়ার বলেন, ভোর পাঁচটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ ব্যক্তিকে জেনারেল হাসপাতালে নিয়ে যায় র্যাবের সদস্যরা। এদের একজন ছিলেন মৃত। বাকি চারজনের পায়ে গুলি লেগেছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তিনি তা জানাতে পারেননি।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর।
ঘটনার বিষয়ে জানতে র্যাব ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মজিদ, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও কাউকে পাওয়া যায়নি।