রিকশাচালকদের কাছে চাঁদাবাজি : ৫ পুলিশ কারাগারে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রিকশাচালকদের কাছ থেকে ‘চাঁদাবাজি’র মামলায় পাঁচ পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে তাদের জামিনের আবেদন নাকচ শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- এসআই আক্তারুজ্জামান ও জাহিদুর রহমান এবং কনস্টেবল একরাম হোসেন, জহিরুল ইসলাম ও মো. আবদুল্লাহ। তারা সবাই শেরেবাংলা নগর থানার সাদা পোশাকের পুলিশ (সিভিল টিম)।
মামলার ভয় দেখিয়ে তিন রিকশাচালকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত ১৮ জুলাই ওই পাঁচজনকে কারগারে পাঠায় আদালত।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বুধবার ওই পাঁচজন ধানমণ্ডি ১৫ নম্বর সড়ক থেকে রিকশাচালক উজ্জ্বল, আক্কাস ও মাসুদকে আটক করে তাদের কাছে ফেনসিডিল আছে অভিযোগ করে দুলাখ টাকা দাবি করে। তা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। কিন্তু ওই তিন রিকশাচালক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের বেধড়ক পেটানো হয়।
বাধ্য হয়ে রিকশাচালকরা স্বজনদের মাধ্যমে ২৩ হাজার টাকা জোগাড় করে ওই পাঁচজনকে দেন। তারপরও তাদের কাছে আরো টাকা দাবি করতে থাকেন পুলিশ সদস্যরা।
পরে রিকশাচালক উজ্জ্বল ওই পাঁচ পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শেরে-বাংলানগর থানায় একটি মামলা করে।